খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইকের চালকসহ ৩ জনের

নিজস্ব প্রতিবেদক |
১১:২৪ পি.এম | ০৪ জুলাই ২০২৫


চুয়াডাঙ্গায় একটি তেলবাহী ট্রাকচাপায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন ইজিবাইকের আরও চারজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যার আগে জেলা সদরের জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়ন ক্যাম্পের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জানান, ‘দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শিশুসহ আরও চারজন আহত হয়ে ভর্তি আছেন, এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান।

তিনি জানান, ঘটনাস্থলেই দুজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। সবার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’