খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

রূপসায় বুলু স্মৃতি ফুটবলের ৩য় খেলায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ জয়ী

রূপসা প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৫ জুলাই ২০২৫


রূপসায় ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলু’র স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলা গতকাল শুক্রবার বিকালে ডোবা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে রূপসা শহিদ মুনসুর স্মৃতি সংসদ ও এজাজ একাডেমি খুলনা। 
খেলায় প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে শহিদ মুনসুর স্মৃতি সংসদ ২টি গোল করে এবং এজাজ একাডেমি ১ টি গোল পরিশোধ করে হয়। ফলে শহিদ মুনসুর স্মৃতি সংসদ ২-১ গোলে বিজয়ী হয়। বিজয়ী দলের হয়ে গোল করেন ১০ নম্বর পরিহিত জার্সি পরিহিত রোকন ও ৭ নম্বর জার্সি পরিহিত আনিস এবং বিজীত দলের হয়ে গোল করেন ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজ্জাদ। রেফারি হিসাবে খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর, বিল্পব সরদার। ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মলি­ক। টুর্নামেন্টের ৪র্থ খেলায় আগামী রোববার মুখোমুখি হবে তেরোখাদা ফুটবল একাদশ এবং জে আর বি ফুটবল একাদশ। 
খেলা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু। প্রধান বক্তা ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ক্রীড়া সংগঠক মাঈনুল ইসলাম টুটুল। সভায় সভাপতিত্ব করেন ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাগর কুমার দাস।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, শিয়ালি পুলিশ ক্যাম্প ইনচার্জ প্রদীপ সরকার, প্রধান শিক্ষক অমল কুমার শিকদার, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দু মন্ডল, বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস, সমাজসেবক শান্তিরাম মলি­ক, শান্তিরাম মন্ডল, আলম শেখ, রাধাকান্ত শিকদার, পংকজ শিকদার, পূর্নেন্দু মন্ডল, অভিরাম ব্যাপারী, বিএনপি নেতা গৌর বিশ্বাস, প্রান গোপাল বিশ্বাস, অরুণ মহলী, গোবিন্দ বিশ্বাস, দাউদ শেখ, নরেশ দাস, লিটন মলি­ক, বিধান দাস, দিপংকর বিশ্বাস, পাপলু ফকির, মোস্তাইন শেখ, নির্মলেন্দু মন্ডল প্রমুখ।