খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

‘নিষিদ্ধ’ আ.লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী: অ্যাটর্নি জেনারেল

খবর প্রতিবেদন |
০২:১১ পি.এম | ০৫ জুলাই ২০২৫


ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ এই সত্তাকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেউ দণ্ডিত হলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।  

আজ শনিবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।

এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভিন্নতাই থাকুক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো আশঙ্কা নেই।

এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গে বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা বাহাত্তরের সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনো বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কি না, সেটা সরকারের পলিসির বিষয় বলেও জানান অ্যাটর্নি জেনারেল।