খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের মাধ্যমে তদন্ত হওয়া দরকার: প্রেস সচিব

খবর প্রতিবেদন |
০৪:৩০ পি.এম | ০৫ জুলাই ২০২৫


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগে সাংবাদিকরা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এটা থেকে বের হওয়ার চেষ্টা করছে সরকার। গত ১৫ বছরে কী ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হওয়া দরকার।

শনিবার (৫ জুলাই) রাজধানীতে ‘গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে নতুন যে আইন এসেছে, তা কোনোভাবেই প্রেস ফ্রিডমে হস্তক্ষেপ করে না। এই কয়েক মাসে সরকার চেয়েছে কোনো সিক্রেট এজেন্সি যেন সাংবাদিকদের ফোন না দেয়। ভুল সংবাদ হলে তা বলার আলাদা উপায় রয়েছে। হুমকি বা গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাই লক্ষ্য।

শফিকুল আলম বলেন, প্রেস ফ্রিডম মানে মিথ্যা বলার গ্যারান্টি নয়। যে ব্যক্তি মিথ্যা তথ্য ছড়ায়, তাকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়। ওয়েজ বোর্ড জটিলতায় না গিয়ে বিকল্প উপায় খুঁজতে হবে।

প্রত্যেক মিডিয়া হাউজের সোশ্যাল মিডিয়া নীতিমালা থাকা দরকার বলে জানান প্রেস সচিব।