খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

রূপসায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা

রূপসা প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ০৫ জুলাই ২০২৫


রূপসায় শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা শনিবার দুপুরে আমদাবাদ গ্রামবাসীর আয়োজনে আমদাবাদ পাল পাড়া মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রূপসা পূজা উদযাপন পরিষদের পরিচালনায় এবং আমদাবাদ পালপাড়া মন্দির কমিটির আয়োজনে উল্টো রথযাত্রায় উদ্বোধক ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র।  
বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ বিভূতি ভূষণ সাহা, উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, আমদাবাদ পালপাড়া রথযাত্রা উদযাপন কমিটির রথদাতা সুশীল কুমার পাল।
আমদাবাদ পালপাড়া রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি গনেশ চন্দ্র পালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক চিত্ত রঞ্জন সেন, সাংবাদিক চন্দন ভট্টাচার্য, নির্মল বালা, রঞ্জন পাল, সজীব পাল, অলোক পাল, মুরালী পাল, শেখর পাল, হৃদয় পাল, পরিমল পাল, শংকর পাল, দেবদাস পাল, সঞ্জয় পাল প্রমুখ। 
এছাড়া রূপসা রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে পিঠাভোগ পালপাড়া মন্দিরে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে শনিবার  ৫ জুলাই বিকেলে  বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বাসুদেব পাল। বক্তৃতা করেন, রূপসা রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, কোষাধ্যক্ষ স্বপন  কুমার বিশ্বাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ল²ীকান্ত পাল, অশোক কুমার কর্মকার, উজ্জল পাল, সুব্রত পাল, মানিক পাল, কার্তিক পাল, খোকন পাল, বিষ্ণু পাল, তন্ময় পাল, সজীব পাল, স্বরুপ পাল। এছাড়া কাজদিয়া-তালতলা শাখারীপাড়া, স্বল্প বাহিরদিয়া  হরিসভা মন্দির এবং শ্রীরামপুর বারুইপাড়া মন্দির  রথযাত্রা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।