খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

আশাশুনির বড়দলে বসত বাড়ি ভাঙচুরের অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ০৫ জুলাই ২০২৫


আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তবে ভাঙচুর হওয়া বসতবাড়িটি দুই পরিবারের সদস্যরা সেখানে বসবাস করতেন বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মামলা করেছেন বলে জানান। 
সরোজমিনে যেয়ে স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ফকরাবাদ গ্রামের মৃত মানিক দেবনাথের পুত্র স্বপন দেবনাথ ২০১১ সালে এস এ রেকর্ডীয় মালিক কোমলাবালা নন্দির নিকট থেকে ৪৯০ খতিয়ানের ৪২৪ দাগে ৯৩ শতক জমির মধ্যে ৩১ শতক জমি ক্রয় করেন। সেখান থেকে তারা ভোগ দখল করে আসছে বলে দাবি করেন। তারা আরোও জানান, শনিবার তাদের বসত বাড়ি ভাঙচুর করা হয়। এঘটনায় স্বপন কুমার দেবনাথের স্ত্রী পারুল রানী দেবনাথ বাদি হয়ে ৯ জনের নাম উলে­খ করে বিজ্ঞ আদালতে মামলা করেন। বর্তমানে পিবিআইতে মামলার তদন্ত চলমান রয়েছে।
অপরদিকে একই গ্রামের মৃত বাদল সরকারের পুত্র নিমাই সরকার গং তার পৈতৃক সূত্রে দীর্ঘ ১২ বছর ধরে ঐ জমি ভোগ দখল করে আসছে বলে দাবি করে জানান, বুধবার রাতে কে বা কারা তাদের বসতবাড়ি ভাঙচুর করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। স্থানীয় প্রভাবশালীদের কারণে তারা তাদের জমিতে বসবাস করতে পারছে না। এই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিমাই সরকার গং কর্তৃক থানায় মামলার প্রস্তুতি চলছিল।