খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

বাগেরহাটে সাড়ে ৬শ’ বছরের পুরনো শিব মন্দিরে উল্টো রথযাত্রা ভক্ত-দর্শনার্থীদের ভীড়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:০৭ এ.এম | ০৬ জুলাই ২০২৫


বাগেরহাটে হাজার হাজার ভক্ত-দর্শনার্থীদের অংশগ্রহণে সাড়ে ৬শ’ বছরের পুরনো শিবপুর শিব মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে এই উল্টো রথযাত্রা শুরু হয়। বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে ঘন্টাখানেক টেনে শিববাড়ি মন্দিরে এসে শেষ হয়। এর আগে ২৭ জুন দুপুরে শিবমন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে রথযাত্রা শুরু হয়। 
সাড়ে ছয়শ’ বছরের পুরনো এই মন্দিরে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী পুরুষ, শিশু-কিশোর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন এই উল্টোরথ যাত্রা উৎসবে। স্থানীয় মুসলিম স¤প্রদায়ের অনেকে যোগ দেন এই উৎসবে যেন সা¤প্রদায়িক স¤প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত।
রথযাত্রা শেষে মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সমন্বয়ক সরদার জাহিদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, বেদার উদ্দিন ডাকুয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জল দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র রায় প্রমুখ।