খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

বাঘারপাড়ায় গাছের ডাল পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৬ এ.এম | ০৬ জুলাই ২০২৫


যশোরের বাঘারপাড়ায় সড়কে বাসের জন্য অপেক্ষা করার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের ধলগা রাস্তায় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত জাহাঙ্গীর কুমিল­ার রামগঞ্জ উপজেলার পালিসালা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর শহরের গরিবশাহ সড়কের একটি বাড়িতে তার ফুফাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে ধলগা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ রাস্তার পাশের একটি রেইন্ট্রি কড়ই গাছের শুকনো ডাল ভেঙে পড়ে তার মাথায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রাকৃতিকভাবে ডাল পড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।