খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২

পাইকগাছার রাড়–লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুলের জানাজা শেষে দাফন

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৯ এ.এম | ০৬ জুলাই ২০২৫


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাইকগাছা উপজেলার রাড়–লি ইউনিয়নের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলামের নামাজে জানাজা শনিবার নিজ গ্রামে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তিনি খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)।  মৃত্যুকালে স্ত্রী কন্যা, সদ্যজাত পুত্র শিশু রেখে গেছেন।
জানাজায় খুলনা-৬ (পাইকগাছাÑকয়রা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খুলনা-৬ (পাইকগাছাÑকয়রা) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এড. মোমরেজুল ইসলামসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠণের নেতাকর্মী এবং গ্রামের গণ্যমান্যব্যক্তিবর্গ অংশ নেন। 
এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ তরিকুল ইসলামের জানাযায় সংক্ষিপ্ত বক্তৃতা করেন বিএনপি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।
তিনি বলেন, তরিকুল ইসলামের মত এমন নিবেদিত প্রাণ জাতীয়তাবাদী আদর্শের সৈনিক অকালে ঝরে যাবে এটা কাম্য হতে পারে না। তিনি উলে­খ করেন এখানে এসে শুনেছি, তরিকুল বেশ কয়েকদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু সেটা ছিল শেষ মুহূর্তের চিকিৎসা। অর্থের অভাবে তিনি যথাসময়ে সঠিক চিকিৎসা নিতে পারেননি। এটা খুবই দুঃখজনক। বিএনপির প্রথিতযশা বহু চিকিৎসক আছেন, তাদের কারো দৃষ্টিতে আনা হলে অকালে তরিকুলকে আমাদের ছেড়ে চলে যেতে হতো না।