খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

এখনও কথা বলতে বা হাঁটতে পারছেন না ফরিদা পারভীন: গায়িকার স্বামী

খবর বিনোদন |
০২:০৩ পি.এম | ০৭ জুলাই ২০২৫


গুরুতর অসুস্থ অবস্থায় গেল ৫ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় একুশে পদক প্রাপ্ত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে সিসিইউতে নিলেই বর্তমানে কেবিনে চিকিৎসাধীন আছেন গায়িকা।

এদিকে বরেণ্য এ সংগীতশিল্পীর অসুস্থতার খবরে কপালে ভাঁজ ভক্তদের। কেমন আছেন প্রিয় গায়িকা? জানতে উদগ্রীব তারা। এবার সংবাদমাধ্যমকে সে খবর জানালেন ফরিদা পারভীনের স্বামী বংশীবাদক গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, সোমবার (৬ জুলাই) ফরিদাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে আনা হয়েছে। কিন্তু শারীরিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। এখনও কথা বলতে পারছে না, হাঁটতে বা দাঁড়াতেও পারছে না। এই মুহূর্তে আমরা চাইছি দেশের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞদের দ্বারা একটা মেডিক্যাল বোর্ড গঠন করতে, যেন তার (ফরিদা) অসুস্থতার সঠিক কারণ নির্ণয় করা যায়।

অনেকদিন ধরেই কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভীন। সঙ্গে রয়েছে ফুসফুসের রোগসহ নানা জটিলতা। বছরের শুরুতে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল তার। সেসময় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।