খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

নগর ন্যাপ সভাপতি নাসির উদ্দিনের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি |
০১:০৬ এ.এম | ০৮ জুলাই ২০২৫


বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা মহানগর সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি খুলনা’র সাবেক সভাপতি ও সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষক ও প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মাস্টার (৯১) সোমবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)।
তার গ্রামের বাড়ি রূপসা উপজেলার নৈহাটীতে জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।   মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৬ কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ন্যাপ নেতা অধ্যাপক ডাঃ তারক চন্দ্র রায়, এড. মিলন মোহন মন্ডল, খান জাহিদুর রহমান, ডাঃ নিরঞ্জন বিশ্বাস, অধ্যাপক ডাঃ সুভদ্রা বালা ঢালী, রাহা গোবিন্দ লাল, রাজু আহমেদ, মেরীনা পারভীন যুঁথি, নীহার রঞ্জন বর্মণ, শাওন চন্দ্র বাছাড়, অন্তরা সরকার, মীরা রানী রায়, মেরী রানি সরকার, মোঃ মিজানুর রহমান, ডাঃ শরীফুল আলম, জাবেদ খালিদ পাশা, ইন্দ্রানি সানা, মোঃ সাইফুল গাজী, ফাহমিদা তাবাসুম, কনক রায় প্রমুখ।