খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের জরিপ

ত্রয়োদশ নির্বাচনে এগিয়ে বিএনপি দ্বিতীয় জামায়াত

খবর প্রতিবেদন |
০১:৪৬ এ.এম | ০৮ জুলাই ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও নির্ধারণ না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন, আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে। জরিপের ফলাফলে উঠে এসেছে, দেশের তরুণদের মধ্যে বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়, দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। 
জরিপে অংশ নেওয়া তরুণদের ৩৮ দশমিক ৭৬ শতাংশের মত অনুযায়ী, আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপি শীর্ষে থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দলটির পক্ষে মত দিয়েছেন ২১ দশমিক ৪৫ শতাংশ তরুণ। এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ১৫ দশমিক ৮৪ শতাংশ ভোট, এমনটাই মনে করছেন উত্তরদাতারা।
জরিপ অনুযায়ী, গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে ১৫ শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে। আর অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে ৪ দশমিক ৫৯ শতাংশ ভোট পেতে পারে। জাতীয় পার্টি পাবে ৩ দশমিক ৭৭ শতাংশ এবং অন্যান্য ছোট দলগুলোর প্রাপ্ত ভোট হবে মাত্র ০ দশমিক ৫৭ শতাংশ।
উলে­খ্য, জরিপের ফল রবিবার (৬ জুলাই) প্রকাশ করেছে সানেম, যা তরুণদের রাজনৈতিক ঝোঁক ও আগ্রহের একটি সময়োপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সানেম জানিয়েছে, তাদের এই জরিপ পরিচালিত হয় দেশের সবক’টি বিভাগের ওপর ভিত্তি করে। প্রতিটি বিভাগ থেকে দু’টি জেলা এবং প্রতি জেলা থেকে দু’টি উপজেলা বেছে নেওয়া হয়। মোট ২ হাজার তরুণ এই জরিপে অংশ নেন; যাদের বয়সসীমা ১৫ থেকে ৩৫ বছর ।
অংশগ্রহণকারীদের ৪০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে, ৬০ শতাংশ এসএসসি বা তার ওপরে শিক্ষিত।
জরিপের লিঙ্গভিত্তিক ফলাফল তুলে ধরে সানেম সানেম বলছে, জরিপে অংশ নেওয়া তরুণদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ পার্থক্য লক্ষ করা গেছে। অংশগ্রহণকারী ছেলেদের মধ্যে ৪০ শতাংশ বিএনপি, ২২ দশমিক ২১ শতাংশ জামায়াত এবং ১৪ দশমিক ৪৪ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন।
আর মেয়েদের মধ্যে ৩৭ দশমিক ০৩ শতাংশ বিএনপি, ২০ দশমিক ৫৭ শতাংশ জামায়াত এবং ১৭ দশমিক ৪৭ শতাংশ এনসিপির পক্ষে মত দিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে শহর ও গ্রামের সমান প্রতিনিধি ছিল বলে জানিয়েছে সানেম। জরিপের ফল বলছে, জরিপে অংশ নেওয়া গ্রামীণ তরুণদের মধ্যে ৩৭ দশমিক ৭২ শতাংশ বিএনপি, ২১ দশমিক ২৫ শতাংশ জামায়াত এবং ১৫ দশমিক ৩৮ শতাংশ এনসিপিকে সমর্থন করেছেন।
শহুরে তরুণদের বিএনপি ৩৯ দশমিক ৭৭ শতাংশ, জামায়াত ২১ দশমিক ৬৬ শতাংশ এবং এনসিপি ১৬ দশমিক ২৮ শতাংশ সমর্থন পেয়েছে।
অপর দিকে, জরিপে দেখা গেছে আওয়ামী লীগের প্রতি এখনও গ্রামীণ তরুণদের ১৬ দশমিক ৬২ শতাংশের সমর্থন রয়েছে, আর শহুরে তরুণদের এই হার ১৩ দশমিক ৪৬ শতাংশ।