খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

নবনির্বাচিত কেডিএ কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের শপথ গ্রহণ

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ০৮ জুলাই ২০২৫


কেডিএতে এই প্রথম বারের মতো কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গত ৩ জুলাই। নির্বাচনে ১৯টি পদে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নির্বাচিত ১৯ জন প্রার্থী কেডিএ মিলনায়তনে সকল কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে সোমবার শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, পিএসসি। 
নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ ইজাদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী আসাদুজ্জামান, সহ-সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী সবুজ, কোষাধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ হারুন-অর-রশীদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ তারেক শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ জাহিদ হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ আব্দুল করিম হাওলাদার, মোঃ আজাদুর রহমান, মোঃ মোজাম্মেল শেখ (নয়ন), মোঃ জাবেদ পারভেজ, সঞ্জীব দাস, মোঃ মিরাজ,  সৈয়দ মোঃ মিরাজুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম ও শেখ জাফর আহমেদ বিজয়ী হন। নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য কেডিএ কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন।