খুলনা | মঙ্গলবার | ০৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল

চালনা পৌরসভাকে আধুনিকায়নে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৪২ এ.এম | ০৮ জুলাই ২০২৫


দাকোপের চালনা পৌরসভা বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মী সাথে খুলনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় চালনা পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
সভার প্রথমে সূচনা বক্তব্যে জিয়াউর রহমান পাপুল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহিদ হওয়ার পর দাকোপ উপজেলা এবং পরবর্তীতে চালনা পৌরসভা বিএনপি’র হাল আপনারা ধরে রাখেন রোদ বৃষ্টি উপেক্ষা করে, প্রশাসনের রক্ত চক্ষু কে ভয় না পেয়ে, আজ পর্যন্ত দলীয় সকল কর্মসূচি সফল করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই চালনা পৌরসভাকে অত্যাধুনিক সেবা সম্মলিত আধুনিকায়ন পৌরসভায় গড়ে তুলবো।  
চালনা পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল-আমিন সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, আসাফুর রহমান পাইলট, মনিরুজ্জামান লেলিন। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক আইয়ুব কাজী, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন মোল্লা, এস এম ফয়সাল, ইমরান হোসেন পলাশ, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুব্রত রায়, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাঈদ শেখ, সাংগঠনিক সম্পাদক রনি মন্ডল, ৪নং ওয়ার্ডের সভাপতি আরিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক শফি মন্ডল, যুগ্ম-সম্পাদক নাজমুল খলিফা, ৫নং ওয়ার্ডের সভাপতি সানাউল্লাহ শেখ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আঃ সত্তার সরদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হাওলাদার, হযরত আলী, শাহাজান কাজীসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।