খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২

সেনা ও নৌবাহিনীর যৌথ অভিযান

শাকিল গ্রুপের প্রধানসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক ও বটিয়াঘাটা প্রতিনিধি |
০৪:৩৮ পি.এম | ০৮ জুলাই ২০২৫


অবৈধ অস্ত্র-গুলি ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্র“প এর প্রধান শাকিল শেখসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনা ও নৌবাহিনী। সোমবার রাত ৩টার দিকে বটিয়াঘাটা জলমা ইউনিয়নের হোগলাডাঙ্গা এলাকা থেকে যৌথ বাহিনী তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ও শাকিল গ্র“প এর প্রধান শাকিল শেখ (৪১), একই দলের শহীদুল ইসলাম খোকন (৩৪), মোঃ শাকিল (২৩) এবং সন্ত্রাসী দল আশিক গ্র“প এর ইয়াসিন আরাফাত (২৭) কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল (ম্যাগজিন সহ), ১টি পাইপগান, ৫টি বিভিন্ন প্রকার তাজা গোলাবারুদ, ১টি ডামি রিভলবার, ১টি স্টানগান, ১৮০ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উলে­খ্য, গ্রেফতারকৃত সকলের নামেই খুলনা মেট্রোপলিটন-এর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।