খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

ফুলতলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলি চ্যাম্পিয়ন

ফুলতলা প্রতিনিধি |
১২:০৮ এ.এম | ০৯ জুলাই ২০২৫


ফুলতলা উপজেলার ক্রীড়া সংস্থা আয়োজিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে কর্ণফুলি একাদশ চ্যাম্পিয়ন ও ভৈরব একাদশ রানার্সআপ হয়েছে। সোমবার বিকালে ডাবুরমাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্ব›দ্বীতামূলক এ ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থেকে অমীমাংসিতভাবে শেষ হয়।  অতিরিক্ত সময়েও গোল শূন্য ড্র থাকলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে কর্ণফুলি একাদশ ৩-২ গোলের ব্যবধানে ভৈরব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে। 
খেলাটি পরিচালনা করেন কামরুল আজম বাবু। তাকে সহযোগিতা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য বদরুল আলম ইতি ও তারেক হাসান নাইচ। খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জায়েদুল আলম চৌধুরী, নবাগত কৃষি অফিসার মোঃ আরিফ হোসেন, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, খাদ্য কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা বেগম, ক্রীড়া সংস্থার সদস্য শামসুল আলম খোকন, পিআইও শামীমা আক্তার, আনসার ভিডিপি অফিসার সালমা বেগম প্রমুখ। পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন কর্ণফুলি একাদশের অধিনায়ক জায়েদুল আলম চৌধুরীর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ভৈরব একাদশের অধিনায়ক ওবায়দুল হক হাওলাদারের হাতে রানার্সআপ ট্রফি তুলে দেন।