খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

দেশকে আবারো অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চলছে : অধ্যাপক নার্গিস

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১২ এ.এম | ০৯ জুলাই ২০২৫


বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়া অপচেষ্টা চলছে। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাক্সিক্ষত ভূমিকা পালন করছে না। তাই ফ্যাসিস্ট আ’লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।
মঙ্গলবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদকে লড়াই করেছিলেন। সেই লড়াই দেশের সমগ্র জনগণ তাকে আকন্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরাশাদকে হটিয়ে গণন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনাবন্ধব কর্মসূচি সমাপ্ত করেন। তিনি দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেই ভাবেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।  
তিনি বলেন, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের মেয়াদ থাকে তিন মাস। তাদের মৌলিক পরির্তন আনার কোন সুযোগ নেই। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করছে। তাই গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে নির্বাচন দিতেই হবে। আমাদের মনে রাখতে আ’লীগের দরদ দেখানোর কোন সুযোগ নেই। তাদের সাথে ন্যূনতম কোন সম্পর্ক রাখা যাবে না। অতীতে তারা বিরোধী যে কর্মকান্ড করছে, লুকিয়ে থেকেও তারা সেই কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মনের রাখতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকের একটি মর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই।
সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল­ুক চাঁদ, নগর বিএনপি’র ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন খোকন প্রমুখ। নারী নেত্রী লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।