খুলনা | বুধবার | ০৯ জুলাই ২০২৫ | ২৫ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরায় সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির

দেশকে এগিয়ে নিতে হলে আইনের শাসনের কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৫ এ.এম | ০৯ জুলাই ২০২৫


সাধারণ মানুষের অসাধারণ অর্জনের দেশ হচ্ছে বাংলাদেশ। এই দেশকে এগিয়ে নিতে হলে আইনের শাসনের কোন বিকল্প নেই। আগামী দিনের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মের জন্য কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। কেননা প্রতিবছর ২০ লাখ যুবক কাজের জন্য উপযুক্ত হচ্ছে। 
মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিইআই আয়োজিত ‘জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই)-এর প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এসব কথা বলেন।
জাতীয় ঐক্যমত গঠনের প্রক্রিয়ায় অংশীজনের মতামত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর উপ পরিচালক চৌধুরী সামিউল হক, স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সনাক সভাপতি হেনরী সরদার, জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, অর্জন’র নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, আহছানিয়া মিশন মাদ্রাসার অধ্যক্ষ আফজাল হোসেন, লোকজ’র নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, এড. নাজমুন নাহার ঝুমুর, সিপিবি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ছাত্রদল শাখার সদস্য সচিব করিমন নেছা শান্তা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ ইমরান হোসেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু আফফান রোজবাবু প্রমুখ। 
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী না করলে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় উলে­খ করে এম হুমায়ুন কবির আরো বলেন, গণতন্ত্র, সুশাসন ও বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণ করতে হবে। সাবেক এই রাষ্ট্রদূত আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মতবিনিময়ের মাধ্যমে জনগণের মতামত সংগ্রহ করে তা সুপারিশ আকারে জাতীয় পর্যায়ে উপস্থাপন করা হবে। এতে আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের প্রত্যাশা প্রতিফলিত হবে।
সভায় বক্তারা বলেন সা¤প্রতিক রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমের স্বাধীনতা সংকোচন, দুর্নীতি ও অর্থনৈতিক বৈষম্য নাগরিক জীবন ব্যাপক প্রভাব ফেলছে। এ থেকে উত্তরণে অংশগ্রহণমূলক আলোচনা, বিকেন্দ্রীকরণ এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা অপরিহার্য।
উলে­খ্য, বিইআই ২০০০ সাল থেকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে নীতিনির্ধারক, গবেষক ও বিশ্লেষকদের নিয়ে দেশে সক্রিয়ভাবে কাজ করে আসছে। তাদের গবেষণার বিষয়বস্তুতে রয়েছে সুশাসন, নিরাপত্তা,  বৈদেশিক নীতি, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, এবং অর্থনৈতিক উন্নয়ন।