খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

শ্যামনগরে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৭ এ.এম | ১০ জুলাই ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি ফাঁদে পড়ে বিদ্যুতায়িত হয়ে রূপবান বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সোনাখালী গ্রামে বাড়ির পার্শ্ববর্তী সুন্দরবন প্রজেক্ট নামের একটি মুরগির খামার থেকে পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
এদিকে মুরগির খামারে শিয়াল মারার জন্য তৈরি ফাঁদে আটকে ওই গৃহবধূর মৃত্যুর খবর জানাজানি হলে প্রজেক্ট মালিক ও তার কর্মচারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত গৃহবধূ রূপবান বেগম উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল­ার স্ত্রী। ছেলে আব্দুর সবুর জানান, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে সুন্দরবন প্রজেক্টের মধ্যে গিয়েছিল। আগের দিন প্রজেক্টের ম্যানেজার মাকসুদ প্রজেক্টের মধ্যে বেড়ে ওঠা ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়েছিল। দুপুর গড়িয়ে গেলেও মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে প্রতিবেশিসহ আশপাশে বাড়িগুলোতে খোঁজা হয়। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরছিল না। এক পর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্টের মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তার আটকে তার মায়ের মৃতদেহ পড়ে থাকার খবর দেয়।
সুন্দরবন প্রজেক্টের মালিক নুর ইসলাম জানান, খবর পেয়ে তিনি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শিয়ালের উপদ্রব বেশি হওয়ায় রাতে প্রজেক্টের চারপাশে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়। ভুলবশত হয়তোবা মাকসুদ সকালে বিদ্যুতের সংযোগ খুলে রাখেনি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল­া বিষয়টি নিশ্চিত করেন।