খুলনা | বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২

মানবসেবা একটি মহৎ পেশা, সেবামূলক প্রতিষ্ঠানের এই মহতি পেশা সকলের ভাগ্যে থাকে না : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ১০ জুলাই ২০২৫


খুলনা মহানগরীতে ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ‘‘রিফ্রেশার ট্রেইনিং ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজরস অন রুটিন ইপিআই এন্ড সার্ভিল্যান্স’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বুধবার সকাল থেকে শুরু হয়েছে। কেসিসি প্রশাসক মোঃ ফিরোজ সরকার শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইউনিসেফ’র সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ভ্যাকসিনেটর, নার্স/প্যারামেডিক ও সুপারভাইজারগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, মানবসেবা একটি মহৎ পেশা। সেবামূলক প্রতিষ্ঠানের এই মহতি পেশা সকলের ভাগ্যে থাকে না। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভালো ব্যবহার একজন অসুস্থ ব্যক্তিকে অনেকখানি সুস্থ করে তোলে। সে কারণে আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে সেবাপ্রার্থী মা ও শিশুদের সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান। 
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, ইউনিসেফ-খুলনা বিভাগের মোঃ কওসার হোসেন ও ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডাঃ তাপস কুমার হালদার ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুর রহমান সজিব। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল­া মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মোঃ আব্দুল মাজেদ মোল­া, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ সেলিমুল আজাদ, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী মোঃ শাহীনুজ্জামান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।