খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ বজলুল হকের ইন্তেকাল, বিএমএ খুলনার শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ১১ জুলাই ২০২৫


বিএমএ খুলনা শাখার আজীবন সদস্য ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ বজলুল হক আনুমানিক ৮১ বছর বয়সে বৃহস্পতিবার সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। তার মৃত্যুতে খুলনা বিএমএ’র পক্ষ থেকে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। 
তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএমএ খুলনা শাখার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম এবং বিএমএ খুলনার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।