খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

উদ্ধার চারটি চোরাই মোটরসাইকেল

যশোরে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২১ এ.এম | ১১ জুলাই ২০২৫


যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স  এসআই মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় এএসআই রঞ্জন কুমার বসু এবং মোঃ শফিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ৯ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত শহিদের দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ অভিযান চালিয়ে নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে মোঃ হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে। পরে কালনা ঘাট এলাকা থেকে আরও দুই চোর, আকাশ সরদার (২৭) ও মোঃ শাকেরকে (২২) আটক করা হয়।
আটককৃত আসামিদের মধ্যে মোঃ হোসাইন (৩৮), নড়াইল জেলা সদরের আলফা পুর গ্রামের গুলজার রহমানের ছেলে, শাকের (২২), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের মৃত বশির মোল­ার ছেলে,আকাশ সরদার(২৭), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জিকাবাড়ী গ্রামের আনন্দ সরদারের ছেলে, শফিকুল ইসলাম(৪০), নড়াইল জেলার লোহাগড়া থানার দেবী গ্রামের মৃত ওহাব শেখের ছেলে, মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২), যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে ও লিটন মিয়া (২৮) মাগুরা জেলার মোহাম্মদপুর থানাযর মন্ডল গাতি গ্রামের আব্দুল কুদ্দুস মোল­ার ছেলে। এসময় আকাশ সরদারের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন, গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা একাধিক জেলায় চুরি করে মোটরসাইকেল পাচার করত। আটককৃতরা আন্তঃজেলা ও বিভাগীয় চোর চক্রের অন্যতম সদস্য। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।