খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ১১ জুলাই ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ম-আহŸায়ক মো। আনিচুর রহমান পদত্যাগ করেছেন। বুধবার রাত ১১টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আনিচুর রহমান তার পোস্টে বলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহŸায়ক হিসেবে আপনাদের অনেকের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। গত ৫ আগস্টের পরবর্তী সময় থেকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমি এই আন্দোলনের কেন্দ্র ঘোষিত জেলা কমিটির সঙ্গে যুক্ত হই।
তিনি আরো বলেন, প্রথম দিকে অরাজনৈতিক বলে ঘোষিত এই সংগঠনটি আজ ধীরে ধীরে রাজনীতিকরণের পথে হাঁটছে। তার থেকেও বড় কষ্টের বিষয় হলো আমাদের জেলা পর্যায়ের কিছু দায়িত্বশীল নেতার অবহেলা, অবজ্ঞা ও অসহযোগিতা। যা আমাকে গভীর ভাবে হতাশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো প্রকার রাজনীতিতে জড়িত হওয়ার আগ্রহ বা উদ্দেশ্য আমার নেই। তাই আমি এই সংগঠন থেকে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগ করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
আনিচুর রহমান বলেন, ইতোমধ্যে জেলা আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্রটি পাঠিয়ে দিয়েছি এবং আশা করি খুব শিগগিরই তাঁরা বিবৃতি প্রদান করবে। তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ ভাইদের নিয়ে আমার কাজ চলমান ছিল, আছে, ভবিষ্যতেও চলবে ইনশাআল­াহ। এই পথচলায় আমি আপনাদের পাশে চাই সব সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আদর্শের পথে থাকুন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সেই থেকে ঝিনাইদহ কলেজের ছাত্র আনিচুর রহমান জেলা কমিটির দ্বিতীয় যুগ্ম-আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।