খুলনা | শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২

সময়ের খবরের মফস্বল সম্পাদক বাবলু সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক |
০২:০৫ এ.এম | ১১ জুলাই ২০২৫


একজন নারীকে রক্ষা করতে যেয়ে সময়ের খবর-এর মফস্বল সম্পাদক ও রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে অফিসে আসার পথে রূপালী সী ফুডস সংলগ্ন খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার আমদাবাদ গ্রামের বাসিন্দা মৃত হাতেম আলীর বড় ছেলে সাইফুল ইসলাম বাবলু প্রতিদিনের ন্যায় তার কর্মস্থল সময়ের খবর অফিসে আসার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে তিনি রূপালী সী ফুডস কোম্পানির সামনে এলে একজন নারী খুলনা-মোংলা মহাসড়ক পার হতে গেলে তাকে তিনি রক্ষা করতে যান। এ সময় ওই নারীর সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে তিনি পড়ে যেয়ে আহত হন। ওই মেয়েটি এবং সাংবাদিক সাইফুল ইসলাম বাবলু উভয়ই আহত হন। এদিকে সংবাদ পেয়ে রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান দ্রুত ঘটনাস্থলে এসে তাকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।