খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

নগরীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি |
১২:০৬ এ.এম | ১২ জুলাই ২০২৫


বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সার্বিক পরিচালনায় এবং শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), খুলনার আয়োজনে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর দাস। তিনি বলেন, দেশের প্রতিটি স¤প্রদায় তার ধর্ম ও সংস্কৃতি চর্চার সুযোগ রয়েছে। ধর্ম ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তথাকথিত বিভেদ ও বৈষম্য দূর করে। 
এ সময় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, সম্মানিত অতিথি বক্তৃতা করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যুগ্ম-সাধারণ সম্পাদক হংস কৃষ্ণ দাস, এ স্টেট অব শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, নির্বাহী ট্রাস্টি গোপী কিষণ মুন্ধড়া, জেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, গল­ামারী শ্রীশ্রী রাধামাধব মন্দিরের অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, ইসকন কাউন্সিল কমিটির সভাপতি হৃষিকেশ দাস, সদস্য যুগধর্ম দাস, ঢাকা বিভাগীয় যুগ্ম-সম্পাদক শুভ নিতাই দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী পরিমল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, তাপস সাহা, প্রদীপ সাহা মদন, মহাদেব সাহা, বিমল সাহা, গৌরাঙ্গ সাহা, তরুন রায় শিবু, ভবেশ সাহা, ভোলানাথ দত্ত, বাবু শীল, ডাঃ দিলীপ কুন্ডু, গৌতম কুন্ডু, বাসুদেব কর্মকার, নিখিল কুমার বিশ্বাস, দীপক দত্ত, সুব্রত হালদার, সুশান্ত ব্যানার্জী, অনিমেষ কান্তি নন্দী, শান্ত বৈকুন্ঠ দাস, বৈষ্ণব বলরাম দাস, অলোক দে, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, পলাশ সাহা, রবীন দাস, সুশীল দাস, সদর থানার সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানার সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানার সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, হরিণটানা থানা সভাপতি দেবব্রত মন্ডল দেবু, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা থানা আহŸায়ক আশিষ কবিরাজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল কুন্ডু, অম্লান সরদার, সাংবাদিক কবির বিশ্বাস, মিন্টু সাহা, গোবিন্দ কুন্ডু সত্য রঞ্জন পোদ্দার, অশোক কুমার সেন, অনিল কৃষ্ণ মজুমদার, পরিতোষ হালদার, দেবী প্রসাদ ঘোষ, অশোক ঘোষ, নারায়ণ দাস, দুলাল সরকার, মানিক শীল, নুপুর দাস, সজল দাস, বিপ্র দাস, আকাশ ব্যানার্জী, রাজু শীল প্রমুখ।
উদ্বোধন শেষে ভক্তবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণ থেকে শ্রীশ্রীজগন্নাথদেবের রথের দড়ি টেনে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন থানা কমিটি, ধর্মীয় সংগঠন, মন্দির কমিটি, ধর্মীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জগন্নাথদেবের প্রতিকৃতি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ শঙ্খ-ঘণ্টা, খোল-করতাল, ডঙ্কা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজিয়ে নামসংকীর্তন করতে করতে শ্রীশ্রীজগন্নাথদেবের রথ স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করেন এবং মন্দির থেকে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উলে­খ্য, গত ২৭ জুন শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা গোলকমণি পার্ক থেকে উদ্বোধন শেষে ধর্মীয় শোভাযাত্রা সহকারে নগরীর প্রেমকানন মন্দিরে গিয়ে অবস্থান করে। সেখানে দীর্ঘ ১৫ দিন যাবত পূর্জা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও মাঙ্গলিক অনুষ্ঠান শেষে গতকাল উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি, সাংবাদিক, প্রিন্ট মিডিয়াসহ এ অনুষ্ঠানে যারা আর্থিক সহযোগিতা, নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ  ও কৃতজ্ঞতা জানিয়েছেন।