খুলনা | শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

সোনাডাঙ্গা থানা বিএনপি’র জরুরি সভায় তুহিন

বিএনপি’র সদস্য হওয়া গৌরবের, মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ১২ জুলাই ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, যারা পুরাতন সদস্য রযেছে তাদের সদস্য ফরম নবায়ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য সংগ্রহে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন সদস্য যেন অন্তর্ভুক্ত না হয় সেদিকে সকলের নজর রাখতে হবে। যারা ফ্যাসিস্টদের সদস্য করবে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে। তবে তরুণ, যারা নতুন ভোটার হয়েছে তাদের দলে অন্তর্ভুক্ত করতে কাজ করতে হবে। পরিচ্ছন্ন, ক্লিন তরুণ, যাদের সাথে ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা নেই তাদের সদস্য করা মূল টার্গেট থাকবে।
শুক্রবার সন্ধ্যায় সোনাডাঙ্গা থানা বিএনপি’র জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিল এবং এলাকায় যারা সজ্জন ক্লিন ইমেজের তরুণ রয়েছে তাদেরকে সদস্য করতে হবে। বিএনপি’র সদস্য হওয়া গৌরবের, এ মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ বিএনপি’র রাজনীতি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য। আমাদের নেতা শহিদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তরুণ প্রজন্ম বিএনপি’র সাথে যুক্ত হবে বলে আমরা আশাবাদী। 
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনির সভাপতিত্বে ও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক সৈয়দা রেহানা ঈসা, উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন জাকির ইকবাল বাপ্পি, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, শেখ জামাল উদ্দিন, শেখ ফারুক হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোস্তফা কামাল, কাজি নজরুল ইসলাম, কাজি আব্দুল আলিম, শেখ আজিজুর রহমান, আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, শওকত আলী লাবু বিশ্বাস, আরিফুল ইসলাম বিপ্লব, কাজী মিজানুর রহমান, ওয়াহিদুজ্জামান হাওলাদার, সাইফুল ইসলাম বকশি, মুসা হোসেন খান, জামাল হোসেন তালুকদার, আহসান হাবীব বাবু, ফরহাদ হোসেন, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, ডাঃ শাহিন আহসান, কাদের মলি­ক, বক্কার মীর, ইয়াসিন গাজী, শেখ মনিরুল ইসলাম, আফজাল হোসেন, সোহরাব হোসেনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ জুলাই সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের ফরম উদ্বোধনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ১৮ জুলাই  ২৬নং ওয়ার্ড, ১৯ জুলাই ২৫নং ওয়াডর্, ২০ জুলাই  ১৯নং ওয়ার্ড, ২১ জুলাই ২০নং ওয়াডর্, ২২ জুলাই ১৮নং ওয়ার্ড, ২৩ জুলাই ১৭নং ওয়ার্ড এবং ২৪ জুলাই  ১৬নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়নের তারিখ নির্ধারণ করা হয়। 
সভায় মোঃ আসাদুজ্জামান আসাদকে আহবায়ক ও জাকির ইকবাল বাপ্পিকে সদস্য সচিব এবং আবুল ওয়ারা, কামরুজ্জামান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, আরিফুল ইসলাম বিপ্লব ও শওকত আলী লাবু বিশ্বাসকে সদস্য করে সোনাডাঙ্গা থানা বিএনপি’র সদস্য ফরম বিতরণ উপ-কমিটি গঠন করা হয়।