খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২

মাগুরায় পারিবারিক ঝগড়ায় স্বামীর শাবলের আঘাতে গৃহবধূ নিহত

নিজস্ব প্রতিবেদন |
০৫:১০ পি.এম | ১২ জুলাই ২০২৫


মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে সোনালী খাতুন (৩৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোনালী ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।

সোনালীর মেয়ে মদিনা খাতুন জানিয়েছেন, তার বাবা ঢাকায় রডের কাজ করেন। ওইদিন সকালে তিনি বাড়ি ফিরে মা সোনালীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। এতে মা ঘটনাস্থলেই মারা যান।

প্রতিবেশীরা জানান, ভোরবেলায় মিজানুরের বাড়ির সিঁড়িতে বসে ছিলেন সোনালী। কিছুক্ষণ পর বাড়িতে চিৎকার শুনে দেখা যায় ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, পারিবারিক বিরোধের এক পর্যায়ে মিজানুর তার স্ত্রী সোনালীর মাথায় শাবল দিয়ে আঘাত করেন। ঘটনার পর থেকে মিজানুর পলাতক রয়েছেন। নিহতের মরদেহ মাগুরা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।