খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে আইডিইবি কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি |
১১:৩৩ পি.এম | ১২ জুলাই ২০২৫


নড়াইলে ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের (আইডিইবি) কমিটি গঠন  করা হয়েছে।  শনিবার বেলা দুপুরে  নড়াইল শহরের  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন  এম এম মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সালাম। এ সময় প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় জনসংযোগ ও প্রচার সম্পাদক মোস্তফা কামাল 
১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি সেলিম রেজা, রমিউচ রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহি, চাকুরি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক শাকিল, জনসংযোগ ও প্রচার সম্পাদক খায়রুজ্জামান তানিম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক আনোয়ার সাদাত, সমাজ কল্যাণ সম্পাদক আঃ মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিল­াল, গবেষণা ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল­াহ, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কল্পনা খাতুন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন নির্বাচিত হন। এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা  কমিটি গঠিত হয়। 
উলে­খ্য, আইডিইবি দীর্ঘদিন ধরে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নড়াইল জেলা কমিটির নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। নবনির্বাচিত সভাপতি এম এম মামুনুর রশিদ সবাইকে অভিনন্দন জানান এবং কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া নড়াইল শহরে একটি নিজস্ব ভবন নির্মাণ করার আশাবাদ ব্যক্ত করেন।