খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

নড়াইলে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১২ জুলাই ২০২৫


নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল চৌরাস্তায় জেলা বিএনপি’র কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা তৈয়্যেবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মাদ সেলিম রেজা, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. মাওঃ মোঃ আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, নড়াইল জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম জোরদার করার পাশাপাশি, ইসলামী মুল্যবোধের মানুষদের নিয়ে জেলা ওলামাদলের সাংগঠনিক কর্মকান্ডে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময়  জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের সা¤প্রতিক কার্যক্রমের সমালোচনা করেন। সম্মেলনে জেলার তিন উপজেলা থেকে ওলামাদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।