খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

কয়রায় বন কর্মীদের উপর হামলা আহত ২

কয়রা প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ১২ জুলাই ২০২৫


সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কয়রা বন টহল ফাঁড়ির স্টাফদের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ২ বন কর্মী আহত হয়েছে। আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।  এ ব্যাপারে ৬ জনকে আসামি করে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে ( নং-৬, তাং-১১/০৭/২০২৫) । 
জানা গেছে, গত ১০ জুলাই সন্ধ্যায় কয়রা বন টহল ফাঁড়ির স্টাফরা প্রতিদিনের ন্যায় টহল কার্যক্রমে বাহির হয়। এ সময় ছাছানাংলা নদীর ভাটিয়ার খাল এলাকায় প্রবেষ নিষিদ্ধ সময়ে মাছ ধরার সময়  বিষ প্রয়োগ করা  চিংড়ি মাছ সহ ২টি নৌকা জব্দ করে। জব্দ করে অফিসে ফেরার সময় জঙ্গলে পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীরা রাতের আঁধারের সুযোগ নিয়ে বন বিভাগের স্টাফদের উপর হামলা চালিয়ে নৌকা ২ টি ছিনিয়ে নেয়। তাদের হামলায় ঐ টহল ফাঁড়ির স্টাফ আলমগীর হোসেন (বোঁম্যান) ও তাদের সহযোগী তোরাব আলীর হাতের কব্জি ও আঙ্গুল ভেঙ্গে  গিয়ে আহত হয়। আহতদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 
কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার বলেন, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, মামলার আসামিদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।