খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহে দুই লাখ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপি’র

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ১২ জুলাই ২০২৫


ঝিনাইদহে দুই লাখেরও বেশি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে বিএনপি। শনিবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানে জেলার ৬ উপজেলার কয়েকশ’ নেতা-কর্মী বিএনপি’র এ কর্মসূচিতে যোগদান করেন।
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এড. এম এ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) জয়ন্ত কুমার কুন্ডু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাঈদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেকুজ্জামান তারেক।
সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও থানার নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় দলীয় সদস্য নবায়ন ফরম বিতরণ করেন নেতা-কর্মীরা।
বক্তৃতায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দল আরো শক্তিশালী হবে। নেতৃবৃন্দ নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঢুকে যেতে না পারে সেদিকে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে তৃণমূলের নেতারা অভিযোগ করে বলেন, দলের পরীক্ষিত নেতারা আজ মিছিল মিটিংয়ে জায়গা পান না। ৫ আগস্টের পর যারা দলে সক্রিয় তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে। বক্তারা জেলা ও উপজেলার কতিপয় নেতার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেন।
ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ জানান, ঝিনাইদহের ৬৭ ইউনিয়নের প্রতিটিতে ১৮০০ করে নতুন সদস্য সংগ্রহ করা হবে। এ ছাড়া ৬টি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে ৯৭ হাজার দুইশ’ সদস্য সংগ্রহ করা হবে। সব মিলিয়ে জেলায় দুই লাখ ১৭ হাজার ৮০০ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।