খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

সুন্দরবনের অভয়রণ্যে পাস বিহীন মাছ ধরার অপরাধে আটক ৬ জেলে কারাগারে, ট্রলার জব্দ

মোংলা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ১৩ জুলাই ২০২৫


পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ এলাকার শেলারচরে অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে একটি ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। আটক জেলেদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর দুই দিন আগে দুবলার চরের অদূরে বনের গহীন থেকে ৩টি ট্রলারসহ ২৭ জেলেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিল।
বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সুন্দরবনের পূর্ব রেঞ্জের বঙ্গোপসাগর পাড়ের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুরের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহল দিচ্ছিল বনরক্ষীরা। এ সময় গোপন সংবাদ আসে শেলার চরের মাছের একটি অভয়ারণ্য এলাকায় একদল দুর্বৃত্ত মাছ শিকার করছে। এমন সংবাদ পেয়ে তারা বনরক্ষীরা তাদের জলযান সহকারে সেখানে গেলে সুন্দরবনের শেলারচরের কাছে নদীতে একটি ট্রলারে জেলেরা অবৈধভাবে মাছ ধরছে দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একটি ট্রলারসহ ৬ জেলেকে আটক করে তারা। ওই সকল জেলেরা বনবিভাগের পাস পারমিট ছাড়াই সুন্দরবনের বিভিন্ন খাল ছাড়াও অভয়ারণ্যে মাছ ধরতে গিয়েছিলো। আটক জেলেরা হচ্ছে, সিদ্দিক (৩০), লিটন (২৫), বিল­াল (২৮), নাইম (২৫), ইয়ামিন (৩০) ও সাব্বির (২৫)। এদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে জানায় বনরক্ষীরা।
সুন্দরবন বন বিভাগের পূর্ব রেঞ্জে রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে মাছ ধরার জন্য বন বিভাগ থেকে কোন পাস পারমিট দেয়া হয় না। কারণ ১ জুলাই থেকে আগামী ৩১ সেপ্টেম্বর পর্যন্ত বন্য প্রাণী প্রজনন ও মাছের বংশ বিস্তারে ডিম ছাড়ার সময়। সরকারি নির্দেশনা অনুযায়ী এই তিন মাস মাছ ধরাতো দূরের কথা কোন জেলেকে বনে প্রবেশ করাও নিষিদ্ধ। কিন্তু কিভাবে প্রবেশ করলো, আরো কেউ জড়িত আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। আর শেলারচরে আটক জেলেদের বিরুদ্ধে বন অপরাধ আইনে মামলা দিয়ে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।