খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

কয়রায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কয়রা প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ১৩ জুলাই ২০২৫


কয়রায় বাড়ির আঙ্গিনার ডোবার পানিতে পড়ে লামিয়া নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে কয়রা উপজেলার ৫নং কয়রা গ্রামের জাবের হাসান সরদারের কন্যা। 
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল লামিয়া। খেলার ফাঁকে আঙ্গিনার পাশে ডোবার মধ্যে পানিতে পড়ে সে। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে ডোবার পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 
কয়রা সদর ইউনিয়নের ৮নং ওর্য়াডের ইউপি সদস্য নাজমুছ সাদাত লামিয়ার পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,  এ ব্যাপারে কয়রা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।