খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল আজ বিকেলে

খুলনা মহানগরী এখন খুনের নগরীতে পরিণত হয়েছে : বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ১৩ জুলাই ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে; সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। গত ৫ আগস্ট দীর্ঘ দেড় যুগের অবর্ণনীয় নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, সোয়া লাখ গায়েবি মামলা, ইতিহাসের বর্বরতম ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে দেশ, জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মুক্তিলাভ করলেও দেশকে আবারো অশান্ত করার পাঁয়তারা করা হচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র জরুরি সভায় এসব কথা বলেন তিনি। 
বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, গত ১৬ বছর ধরে নিপীড়িত দলের নির্যাতিত নেতা-কর্মীরা গুপ্ত রাজনৈতিক দলের অপপ্রচারের মুখে পড়েছেন। গুপ্ত রাজনৈতিক দলের অপকর্ম একতরফাভাবে চালালেও, মিডিয়া ক্যু’র মাধ্যমে তা দেশের বৃহৎ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর চাপানো হচ্ছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। এ ঘটনায় সত্য উদ্ঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। দু’য়েকটি রাজনৈতিক দল মিছিল করছেন, বিএনপি’র ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিএনপি নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্বিবিদ্যালয়ের ছাত্রদের কিভাবে পায়ের রগ কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে। 
সভায় বক্তারা আরো বলেন, খুলনা মহানগরী এখন খুনের নগরীতে পরিণত হয়েছে। খুন, অস্ত্রের মহড়া, চুরি, ডাকাতি ও লুটপাট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দৌলতপুরে সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানসহ গত ১০ মাসে মহানগরীতে ২৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও খুলনার পুলিশ প্রশাসনের উদাসীনতায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সভা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে বক্তারা উলে­খ করেন। 
নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বিএনপি নেতা মুর্শিদ কামাল, সৈয়দা রেহেনা ঈসা, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ মজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, আব্দুল আজিজ সুমন, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, রবিউল ইসলাম রুবেল, এড. হালিমা আক্তার খানম, মোল­া সোহাগ হোসেন ও নাসির উদ্দিন নাসির প্রমুখ।
সভায় মহানগরীতে সংঘটিত ধারাবাহিক হত্যাকাণ্ড, মাদকের স¤প্রসারণ ও মাদক বিক্রেতাদের দৌরাত্ম, চাঁদাবাজি ও দখলবাজি সন্ত্রাসীদের দৌরাত্মে এবং পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে রবিবার বিকেল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহিত হয়।