খুলনা | রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২

বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে আশ্বাসের ফুলঝুড়ি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৫৫ এ.এম | ১৩ জুলাই ২০২৫


স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান বলেছেন, হাসপাতালের জন্য জরুরি বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন দৌড়াদৌড়ি করে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। আমরা এই সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হওয়ার আহŸান জানান।
শনিবার দুপুরে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। সুযোগ পেলে খুব দ্রুত সময়ের মধ্যে এই বড় দু’টি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয় এরা একবার সেবা দিয়েছে। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। এছাড়া হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে তা পূরণ করার জন্য আশ্বাস দেন এই কর্মকর্তা। 
খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, সাবেক সচিব ড. মোঃ মশিউর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, লায়ন ড. মোঃ ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ অসীম কুমার সমাদ্দার, সমাজ সেবক রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম প্রমুখ।
অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ আ স ম মোঃ মাহবুবুল আলম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, খাদেম নেয়ামুল নাসির আলাপসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় বাগেরহাটের স্বাস্থ্য সেবার উন্নয়নে নানা পরিকল্পনার বিষয়ে জানান বক্তারা।
এর আগে হাসপাতাল পরিদর্শন ও হাসপাতালে নতুন ভবনে নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। 
এদিকে তিন বছর ধরে নতুন ভবনে হাসপাতালের কার্যক্রম শুরু হলেও পুরনো ওটিটিই এতদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। তবে নতুন ওটি কমপ্লেক্স উদ্বোধন হলেও সেখানে নতুন কোন যন্ত্রপাতি বা সেবা চালু হচ্ছে না। হাসপাতালের একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরোন ওটির যন্ত্রপাতি স্থানান্তর করে নতুন ওটি উদ্বোধন করা হয়েছে। তবে এ বিষয়ে পরিচয় প্রকাশে কেউ বক্তব্য দিতে রাজি হননি। 
একজন চিকিৎসক বলেন, আমাদের এই হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে নানা ধরনের সংকট রয়েছে। ২৫০ শয্যা হাসপাতাল হলেও এখানে চিকিৎসকের পদ মাত্র ৫৯টি। আর চিকিৎসক আছে মাত্র ২৬ জন। নার্সসহ অন্যান্য পদেও জনবল সংকট একই রকম। এখানে আইসিইউ যন্ত্রপাতি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কিন্তু তারা চালানোর মত কোন চিকিৎসক নেই। নেই সিটি স্ক্যান, ডায়ালিসিস এর মত সেবা। স্বাস্থ্য সচিব আসছেন তাই কিছু একটা উদ্বোধন করাতে হয়, সেভাবে (অটি) উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য সচিব হাসপাতাল পরিদর্শনকালে সংকট ও চাহিদাগুলো তাঁর কাছে তুলে ধরা হয়েছে। তিনি সরজমিন দেখলেন ও শুনলেন, সংকটগুলো এবার যদি নিরসন হয়। 
এদিকে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরের বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব।