খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২

বটিয়াঘাটায় রেলের বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টা, আ’লীগে নেতার হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক, বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ১৫ জুলাই ২০২৫


খুলনার বটিয়াঘাটায় রেলের বন্দোবস্তকৃত জমি দখলের চেষ্টায় দুর্বৃত্তদের হামলায় ২ জন আহত হয়েছে। সোমবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। আহত হুমায়ূনকে কবিরকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, খুলনা-মোংলা রেল লাইনের প্রকল্পের অধিগ্রহণকৃত অব্যহৃত জমির প্রায় ৮ একর জমি ডিসিআরের মাধ্যমে বন্দোবস্ত নেন হুমায়ুন কবির ও তার জামাতা বদরুজ্জামান বাবু। সেই জমিতে মাছ চাষের প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। প্রাথমিক ভাবে কয়েকদিন আগে এক লক্ষ টাকার মাছের পোনাও ছেড়েছেন। সোমবার দুপুরে বৃষ্টির মধ্যে মেয়ের শ্বশুর তৈয়ব আলীকে নিয়ে বাড়ির পাশে নিজস্ব জমিতে আমন ধানের চারা ও ঘের পরিদর্শনে যান হুমায়ুন কবির। এ সময় প্রতিপক্ষ খারাবাদ এলাকার মৃত ওয়াসিকার রহমানের ছেলে রেজাউল শেখ তাদের দেখতে পেয়ে মোবাইলে তার ভাই হুমায়ুন শেখ ও একই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে শফিক ফারাজী ও সোহরাব ফারাজীসহ ৮/১০ জনকে ডেকে আনে। তারা ঘটনাস্থলে এসে হুমায়ুন কবির ও তৈয়ব আলীর উপর দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়ালও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা হুমায়ূন কবীরকে লাঠি ও দা দিয়ে এলাপাতারী মারপিট করে। এ সময় তার বাম হাত ও বাম পা কয়েক জায়গায় ভেঙে যায়। তিনি মাটিতে পড়ে গেলে তার মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় তার সাথে থাকা মেয়ের শ্বশুর তৈয়ব আলীর উপরও হামলা চালিয়ে তার বাম হাত ভেঙে দেয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 
স্থানীয়রা জানায়, হামলাকারীরা বটিয়াঘাটায় আ’লীগ নেতা ও সাবেক উপজেলার চেয়ারম্যান আশরাফুল খানের অনুসারী। বিগত সরকারের আমলে তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। এছাড়া শফিক ফারাজী বটিয়াঘাটা উপজেলার ৭নং আমীরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমাজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাত-পা ভাঙা ও মাথায় দায়ের কোপ নিয়ে বটিয়াঘাটার খারাবাদ এলাকা থেকে দুইজন রোগী এসেছেন তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যজনের শুধু হাত ভেঙে গেছে তবে তিনি শঙ্কা মুক্ত। 
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা খায়রুল বাশার জানান, আমি ছুটিতে আছি। তবে বটিয়াঘাটার খারাবাদ এলাকায় রেলের জমি বন্দোবস্ত নিয়ে একটি হামলার ঘটনা ঘটেছে বলে শুনেছি। আহতরা খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জেনেছি। তবে কোন পক্ষ এখানো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উলে­খ্য, রেলের বন্দোবস্ত এই জমি নিয়ে রেজাউল শেখ, হুমায়ুন শেখ, শফিক ফারাজী ও সোহরাব ফারাজী গংদের উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া এই জমিতে কাজ করার সময়ে তারা আহত হুমায়ূন কবীরকে বিভিন্ন হুমকি প্রদান করায় বটিয়াঘাটা থানায় ইতোপূর্বে একটি সাধারণ ডায়েরী করা হয়। এছাড়া ১৩ জুলাই রোববার যৌথবাহিনীর বটিয়াঘাটা ক্যাম্পে একটি অভিযোগ দয়ের করা হয়েছে, অভিযোগ নং-২৯৮। এ ঘটনার পরে যৌথবাহিনী ঘটনাস্থ পরিদর্শন করেছেন।