খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

‘শৃঙ্খলার বার্তা’ দিতে ১৫৬ যুবদল নেতার সঙ্গে জরুরি বৈঠক করবে হাইকমান্ড

খবর প্রতিবেদন |
০৩:১৯ পি.এম | ১৫ জুলাই ২০২৫


দেশের সব জেলা ও মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের ঢাকায় ডেকেছে কেন্দ্রীয় কমিটি।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি বৈঠকে এসব নেতাদের আগামী দিনে সংগঠন পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।

যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই জরুরি বৈঠকের কথা জানানো হয়েছে।

এতে ঢাকাসহ সব মহানগর, জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে বৈঠকে যোগ দেয়ার জন্য বলা হয়েছে।

একইসঙ্গে অন্য কাউকে সভাস্থলে না যাওয়ার জন্যও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে।

যুবদল সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নানা অপরাধে জড়ানো কয়েক শ নেতাকর্মীকে বহিষ্কার, শোকজ ও পদ স্থগিত করা হয়েছে। বারবার অন্যায়-অপকর্মে না জড়ানোর বার্তা দেয়া হচ্ছে। তবুও কেউ কেউ চাঁদাবাজি, দখলের মতো কাজে জড়াচ্ছেন। যে কারণে সমালোচনার মুখে পড়তে হচ্ছে যুবদলকে।  

বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের পাশে নৃশংসভাবে সোহাগ হত্যার ঘটনায় যুবদলের কয়েকজনের নাম আসায় নড়েচড়ে বসেছে হাইকমান্ড। যে কারণে সারাদেশের ইউনিট নেতাদের ডেকে সংগঠন সামনের দিনে আরও কঠোর অবস্থান নিতে পারে এমনটা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনে অপরাধে জড়ালে সংশ্লিষ্ট ইউনিটের কমিটি বিলুপ্তি কিংবা শীর্ষ নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার বার্তা দেওয়া হবে।

একইসঙ্গে নতুন কমিটি করার ক্ষেত্রে কিংবা সদস্য সংগ্রহের ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জড়িত, অতীত ইতিহাস জেনে স্বচ্ছ লোকজনকে নেয়ার বিষয়টিও জোর দিয়ে বৈঠকে বার্তা দেয়া হতে পারে বলেও জানা গেছে।