খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল, শোক

কয়রা (খুলনা) প্রতিনিধি |
১১:২০ পি.এম | ১৫ জুলাই ২০২৫


কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক জিএম নজরুল ইসলামের শাশুড়ি ও কয়রা উপজেলার ২নং বাগালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বগা গ্রামের বাসিন্দা, বীরমুক্তিযোদ্ধা  ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত  সদস্য মরহুম মোঃ মুনসুর আলী বিশ্বাসের স্ত্রী জাহানারা খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত ১৪ জুলাই (রোববার) বিকাল ৩টা ১০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ১ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় মরহুমার নামাজে জানাযা পূর্ব বগা জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।  জানাযায় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতাকর্মি, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। 
এদিকে সাংবাদিক জিএম নজরুল ইসলামের শাশুড়ির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীসহ সকল সদস্যবৃন্দ।