খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:২৪ পি.এম | ১৫ জুলাই ২০২৫


সাতক্ষীরায় র‌্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মিজানুর রহমান মিজান (৩৫)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোঃ ইমদাদুল হক ইমদাদের ছেলে।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সাতক্ষীরা সদও উপজেলার মাধবকাটি বাজারে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান মিজান মাগুরা জেলায় একটি মাদক মামলায় যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতাক ছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।