খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

খুলনায় সফল খামারী সম্মাননা

নিজস্ব প্রতিবেদক |
১১:২৯ পি.এম | ১৫ জুলাই ২০২৫


খুলনার ফুলতলায় ক্ষুদ্র উদ্যোক্তা হতে সফল খামারীদের বেশি উৎসাহিত করতে সন্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার বিকেলে পল­ী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ও নবলোক পরিষদ কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের আওতায় ফুলতলার জামিরা বাজার এলাকায় এই ক্ষুদ্র উদ্যোক্তা হতে সফল খামারী সম্মাননা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।   
নবলোক পরিষদের এরিয়া ম্যানেজার বিনয় সমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। 
এসময় নবলোক পরিষদের প্রকল্পভুক্ত কর্মকর্তাবৃন্দ ও ঋণ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক এর উপস্থিতিতে কৃষি ইউনিট-প্রকল্পের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২ জন করে মোট ৬ জন সফল উদ্যোক্তাকে বিশেষ সাফল্যের জন্য সার্টিফিকেট, ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়