খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

রেলভূমির খাজনা বৃদ্ধির প্রতিবাদ ও খুলনা চেম্বারের বর্ধিত সদস্য নবায়ন ফি প্রত্যাহারের দাবি ধান চাল বণিক সমিতির

খবর বিজ্ঞপ্তি |
১২:১৫ এ.এম | ১৬ জুলাই ২০২৫


খুলনা ধান চাল বণিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংগঠনের কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। সমিতির সভাপতি ও খুলনা চেম্বারের সাবেক সভাপতি মোঃ মুনীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ মোহামেন কালুর সঞ্চলনায় এ সভা অনুষ্ঠিত হয়। 
বিশেষ সাধারণ সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন যে, বর্তমানে এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দা বিরাজ করছে। তদুপরি চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে। এহেন পরিস্থিতিতে রেলভূমি ব্যবহারে খাজনা বৃদ্ধি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ব্যবসায়ীরা তাদের জীবন-জীবিকা নির্বাহে চরম আশঙ্কা ও দুশ্চিন্তার মধ্যে পড়েছে। খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন খুলনা ও দৌলতপুর অঞ্চল খাজনা বৈষম্যমূলকভাবে বেশী ধার্য্য করা হয়েছে। সরকারের রেল মন্ত্রণালয়ের ভূ-সম্পত্তি বিভাগের নিকট অবিলম্বে বর্ধিত রেলভূমির বৈষম্যমূলক খাজনা প্রত্যাহারের জোর দাবি জানানো হয় সভা থেকে। 
বক্তারা বলেন, রেলভূমি ব্যবহারকারী ব্যবসায়ীরা লীজপ্রাপ্ত ভাড়াটিয়া মাত্র। সেখানে খুলনা সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্সের নামে ব্যবসায়ীদের হয়রানী করে চলছে, তা অবিলম্বে হয়রানী বন্ধ করতে হবে।
অপর দিকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বাণিজ্য মন্ত্রণালয়াধীন ডাইরেক্টর অব ট্রেড অর্গানাইজেশনের অধীন চেম্বারের সদস্য নবায়ন ফি হঠাৎ করে ৫ গুণ বৃদ্ধির ফলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। কারণ সাধারণ ব্যবসায়ীদের বর্ধিত ফি পরিশোধের সক্ষমতা নেই। যার ফলে চেম্বারের নেতৃত্বে সাধারণ ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকবে না। যার ফলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বর্ধিত সদস্য নবায়ন ফি প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। 
সাধারণ সভায় খুলনায় চাল ব্যবসায়ে বিশেষ অবদান রাখায় বিশেষ করে খুলনা বড় বাজারের চাল সরবরাহ বজায় রাখার ক্ষেত্রে ধান চাল বণিক সমিতিভুক্ত ৭ জন সম্মানীত সভ্যকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত অতিথিবৃন্দ যথাক্রমে মোঃ ফারুক শেখ, বিদ্যুৎ কুমার দাস, গোবিন্দ কুমার কুন্ডু, সৈকত আহমেত রাজু, বাসুদেব কুন্ডু, শংকর কুমার সরকার ও মোঃ জালাল উদ্দিন।