খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

যশোরে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৯ এ.এম | ১৬ জুলাই ২০২৫


যশোরে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় ও বাঘারপাড়া উপজেলায় দুর্ঘটনা দু’টি ঘটে।
পানিতে ডুবে মারা গেছেন যশোর সদর উপজেলার সানতলা গ্রামের মোখলেসের বাড়ির ভাড়াটিয়া ও কাশিমপুর গ্রামের মৃত গদাধরের ছেলে মধুসূদন (৭০)। 
অপরদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা গ্রামের মেহেদী হাসানের ছেলে সোহান (২৫)-এর মৃত্যু হয়েছে। নিজ ভাড়া বাড়ির সামনে ভৈরব নদীতে মাছ ধরার জন্য কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান। 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনা সম্পর্কে সত্যতা নিশ্চিত করে বলেন আইনগত প্রক্রিয়াশেষে মরদেহ দু’টি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।