খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

৪ মাস ধরে নিখোঁজ স্কুলছাত্রী নিঝুম’র খোঁজ মেলেনি আজও

ঝিনাইদহ প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ১৬ জুলাই ২০২৫


ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন (১৫) চার মাসেও উদ্ধার হয়নি। নিঝুম খাতুনের পরিবার দিন গুণছে, মেয়েটি জীবিত না মৃত তা জানা সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে তারা উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়রত আলী ও তাসলিমা খাতুন দম্পতির মেয়ে নিঝুম খাতুন চলতি বছরের ১৩ মার্চ নিখোঁজ হয়। এ ঘটনায় নিঝুমের মা তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি, উপজেলার ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের মোঃ কামাল ডাক্তারের ছেলে জিমকে গ্রেফতার করে পুলিশ। তবে তার কাছ থেকে এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুর রহমান জানান, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। তবে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।
অন্যদিকে, নিঝুমের মা তাসলিমা খাতুন অভিযোগ করেন আমি র‌্যাবসহ প্রশাসনের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে আদৌ জীবিত আছে কি না। মামলার একজন আসামি গ্রেফতার হলেও বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশের নির্লিপ্ততায় তিনি ক্ষুব্ধ ও হতাশ। নিঝুমের পরিবার এখন সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছে।
চার মাস ধরে নিঝুমের পরিবার অপেক্ষা করছে, তাদের মেয়ে ফিরে আসবে-তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আশাও ক্রমশ মলিন হয়ে পড়ছে।