খুলনা | বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২

ধর্ম বিষয়ক উপদেষ্টা খুলনা ও যশোর সফরে আসছেন কাল

তথ্য বিবরণী |
০১:৩৫ এ.এম | ১৬ জুলাই ২০২৫


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন তিন দিনের সফরে আগামীকাল (বৃহস্পতিবার) খুলনা ও যশোর আসছেন।
উপদেষ্টা ১৭ জুলাই রাত আটটায় জামিয়া রশীদিয়া গোয়ালখালী ‘খুলনায় সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যার সমাধানে ওলামাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগদান করবেন।  
উপদেষ্টা ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম খুলনা জেলা কর্মশালায়, বেলা পৌনে এগারোটায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় পরিদর্শন ও সা¤প্রদায়িক স¤প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যার সমাধানে করণীয় শীর্ষক বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এবং দুপুর ১২টায় খুলনা মেট্রোপলিটন মডেল মসজিদের উদ্বোধন করবেন। বিকাল চারটায় তিনি কেশবপুর উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
উপদেষ্টা ১৯ জুলাই সকাল সাড়ে নয়টায় ওয়াকফ হিসাব নিরীক্ষক যশোর কর্তৃক ওয়াকফ স্টেটের সার্বিক বিষয়ে ব্রিফিং এ যোগদান, সকাল ১১টায় যশোর সদর উপজেলাস্থ ইসলামিক মিশন হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে মতবিনিময় সভা এবং দুপুর ১২টায় বাঘারপাড়া উপজেলাস্থ জাপছাড়িয়া মডেল মাদ্রাসা পরিদর্শন ও ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।