খুলনা | বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড : ৩ আসামি ৭ দিনের রিমান্ডে

খবর প্রতিবেদন |
০৫:১১ পি.এম | ১৬ জুলাই ২০২৫


রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- নান্নু কাজী, রেজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু ও তারেক রহমান রবিন।

রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার রাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার থেকে করা হয় বলে জানিয়েছে পুলিশ। আরেক আসামি তারেক রহমান রবিন এ হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র আইনের মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরবর্তীতে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বুধবার (১৬ জুলাই) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান তাদের ১০ দিন করে রিমান্ড নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের কাছে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে। এখন পর্যন্ত হত্যা মামলায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।