খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

যশোরে বানিয়াবহু গ্রামে কঙ্কাল উদ্ধার : নিখোঁজ হওয়া ওলিউল্লাহ মাস্টারের বলে সন্দেহ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৫৩ এ.এম | ১৭ জুলাই ২০২৫

 
যশোরের কোতোয়ালি থানার চাঁচড়া ইউনিয়নের বানিয়াবহু গ্রামে একটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার সকালে স্থানীয় লিটন নামের এক ব্যক্তি তার বাড়ির উঠানের সামনে বৃষ্টির পানিতে মাটি সরে গেলে মানুষের খুলির মতো কিছু দেখতে পান। পরে তিনি এলাকাবাসীর সহায়তায় চাঁচড়া ফাঁড়ি পুলিশকে খবর দেন।  
খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মামুনুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি খুঁড়ে মানুষের মাথার খুলি ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার করেন। স্থানটি বানিয়াবহু গ্রামের মৃত ওলিউল­াহ মাস্টারের ছেলে শহিদুল ইসলাম মন্টুর পরিত্যক্ত বসতভিটার অংশ বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওলিউল­াহ মাস্টার ১৯৭৭ সালে হঠাৎ নিখোঁজ হন এবং এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার কিছুদিন পর তার তিন সন্তান ওই বসতভিটা ছেড়ে শহরে চলে যান। বর্তমানে তার ছেলে শহিদুল ইসলাম মন্টু জীবিত রয়েছেন।