খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২

সাপের কামড়ে নারীর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৫৪ এ.এম | ১৭ জুলাই ২০২৫


বাগেরহাটের শরণখোলায় সাপের কামড়ে ফজিলা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। বুধবার সকালে উপজেলার গোলবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মানিক গাজীর স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, সকালে ফজিলা বেগম ঘর থেকে বের হচ্ছিলেন। দরজা খুলে বাইরে পা রাখতেই চৌকাঠের ফাঁকে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে দংশন করে চলে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি সাপে তাকে কামড় দিয়েছে তা জানা যায়নি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন, সাপে কাাঁ নারীকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিলো।