খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

জেলা জলাবদ্ধতা নিরসন কমিটির সভা

সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা চরম ভোগান্তিতে হাজারো পরিবার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০৩ এ.এম | ১৮ জুলাই ২০২৫


আষাড়ের শেষ ১৫দিনের টানা বর্ষনে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। কোথাও কলাগাছের ভেলা, কোথাও আবার ককশিটের ভেলা বানিয়ে শিশু ও জিনিসপত্র নিয়ে যাতায়াত করছেন পানিতে আটকে পড়া লোকজন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার হাজারো পরিবার। একই অবস্থা সৃষ্টি হয়েছে সদর উপজেলার নিম্নাঞ্চলে।
এদিকে পৌর সভার নিম্নাঞ্চলের জলাবদ্ধা নিরসনে সাতক্ষীরার জেলা জলাবদ্ধতা নিরসন কমিটির এক সভা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহবায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মাহিনী তাবাসসুম, জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের প্রমুখ।
সভায় বক্তারা পৌরসভার নিম্নাঞ্চলের জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে তার প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।
প্রসঙ্গতঃ সাগরে নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার কামালনগর, ইটাগাছা, পলাশপোলের মধুমোল­ারডাঙি, মেহেদীবাগ, রসুলপুর, বদ্দিপুর কলোনি, রইচপুর, মধ্য কাটিয়া, রথখোলা, রাজারবাগান, গদাইবিল, মাঠপাড়া, পার-মাছখোলা ও পুরাতন সাতক্ষীরার মতো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।