খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে নিহত চার জনের দাফন ও সৎকার সম্পন্ন

খবর প্রতিবেদন |
০২:৩৪ এ.এম | ১৮ জুলাই ২০২৫


গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত চারজনের দাফন ও সৎকার ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। তাদের কারও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি। সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন-রমজান কাজী (২৪) ও সোহেল রানা (৩৫), ইমন তালুকদার (১৬) ও দীপ্ত সাহা (২৮)।
জানা গেছে, নিহতদের মধ্যে দীপ্ত সাহাকে বুধবার রাতে গোপালগঞ্জ পৌর শ্মশানে সৎকার করা হয়। রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর দাফন করা হয়। সোহেল রানা ও ইমন তালুকদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, চারজনের মৃতদেহ হাসপাতালে এসেছে। এ ছাড়া গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।