খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি : অধ্যাপক নার্গিস

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:৪৬ এ.এম | ১৮ জুলাই ২০২৫


বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি। 
যশোর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জজকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি। আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল­াহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন।  
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহŸায়ক এম তমাল আহমেদ। 
সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম-আহŸায়ক আশরাফুল কবির সুমন, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা, আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক কবির হোসেন বাবু।